আজকের আলোচনার বিষয়: ৩য় অধ্যায় : মাধ্যমিক ইতিহাস ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
মাধ্যমিক ইতিহাস ৪র্থ অধ্যায়
১। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়
ক. ১৮৩৬ খ্রিস্টাব্দে
খ. ১৮৩৮ খ্রিস্টাব্দে
গ. ১৮৭৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৬৭ খ্রিস্টাব্দে
২। ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে
ক. ভারত সভা
খ. ইন্ডিয়ান লিগ
গ. জাতীয় কংগ্রেস
ঘ. মুসলিম লিগ
৩। বঙ্গভাষা প্রকাশিকা’ সভার সম্পাদক ছিলেন
ক. কালীনাথ রায়
খ. গৌরীশঙ্কর তর্কবাগীশ
গ. রাধাকান্ত দেব
ঘ. প্রসন্নকুমার ঠাকুর
৪। বিদ্রোহী সিপাহীদের নেতৃত্বদানকারী নানা সাহেবের সামরিক বাহিনীর নেতা ছিলেন
ক. কুনওয়ার সিং
খ. মঙ্গল পান্ডে
গ. তাতিয়া টোপি
ঘ. খান বাহাদুর খান
৫। মহাবিদ্রোহের সময় ভারতের বডোলাট ছিলেন
ক. ক্যানিং
খ. ডালহৌসি
গ. কার্জন
ঘ. বেন্টিঙ্ক
৬। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করে।
ক. মহারানি ভিক্টোরিয়া
খ. লর্ড ক্যানিং
গ. ভারত সচিব
ঘ. ভাইসরয়
৭। কার্ল মার্কস ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন
ক. জাতীয় বিদ্রোহ
খ. মহাবিদ্রোহ
গ. সিপাহী বিদ্রোহ
ঘ. গণবিদ্রোহ
৮। হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন।
ক. রাজনারায়ণ বসু
খ. দ্বারকানাথ ঠাকুর
গ. গৌরীশঙ্কর ভট্টাচার্য
ঘ. নবগোপাল মিত্র
৯। হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়
ক. ১৮৬৭ খ্রিস্টাব্দে
খ. ১৮৭০ খ্রিস্টাব্দে
গ. ১৮৭৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৭২ খ্রিস্টাব্দে
১০। “বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক হলেন
ক. স্বামী বিবেকানন্দ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অরবিন্দ ঘোষ
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১। মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ’ বলেছেন
ক. সুভাষচন্দ্র বসু
খ. সাভারকার
গ. রমেশচন্দ্র
ঘ. সুরেন্দ্রনাথ
১২। মহাবিদ্রোহকে ‘সামন্ত বিদ্রোহ’ বলেছেন
ক. কার্ল মার্কস
খ. রমেশচন্দ্র
গ. সুভাষচন্দ্র
ঘ. সাভারকার
১৩। সিপাহীদের বিদ্রোহ দমন করা উচিত বলে মনে করতেন
খ. কৃষ্ণকমল ভট্টাচার্য
গ. শ্যামসুন্দর সেন
ঘ. চণ্ডীচরণ সেন
১৪। গোরা’ উপন্যাসটি রচনা করেন
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. স্বামী বিবেকানন্দ
১৫। মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয়
ক. ১৮৮৪ খ্রিস্টাব্দে
খ. ১৮৮৫ খ্রিস্টাব্দে
গ. ১৮৮৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৮৭ খ্রিস্টাব্দে
১৬। কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে?
ক. সাঁওতাল বিদ্রোহে
খ. কোল বিদ্রোহে
গ. সিপাহী বিদ্রোহে
ঘ. মুন্ডা বিদ্রোহে
১৭। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়
ক. ১৮৪২ খ্রিস্টাব্দে
খ. ১৮৪৪ খ্রিস্টাব্দে
গ. ১৮৫৪ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৪৬ খ্রিস্টাব্দে
১৮। ভারতমাতা’ ছবিটির স্রষ্টা
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গগনেন্দ্রনাথ ঠাকুর
ঘ. নন্দলাল বসু
১৯। বন্দেমাতরম’ সংগীতটি নেওয়া হয়েছে
ক. “গোরা’ থেকে
খ. বর্তমান ভারত থেকে
গ. ‘আনন্দমঠ’ থেকে
ঘ. ‘জীবনস্মৃতি থেকে
২০। হিন্দুমেলার উদ্দেশ্য ছিল
ক. ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠিত করা
খ. হিন্দুধর্মের সংস্কার সাধন
গ. দেশজ শিল্পের প্রসার
ঘ. জাতীয়তাবাদী ভাবধারার প্রসার
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. হিন্দুমেলা’ প্রথমে কী নামে পরিচিত ছিল?
উত্তর : চৈত্র মেলা
২. হিন্দুমেলার বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়?
উত্তর : গাও ভারতের জয়গান
৩. কীসের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর : মহারানীর ঘোষণাপত্র
৪. ‘আনন্দমঠ উপন্যাসে লেখক কোন সময়ের কথা তুলে ধরেছেন?
উত্তর : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়কাল
৫. কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
উত্তর : ‘আনন্দমঠ
৬. ১৮৫৭ খ্রিস্টাব্দে কাকে ‘ হিন্দুস্থানের সম্রাট ‘ বলে ঘোষণা করা হয় ?
উত্তর : মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ।
৭. সাধারণ জ্ঞানোপার্জিকা সভার মুখপত্র কী ছিল ?
উত্তর : সাধারণ জ্ঞানোপার্জিকা সভার মুখপত্র ছিল Bengal Spectator.
৮. ১৮৫৭ খ্রিস্টাব্দে কাকে ‘ হিন্দুস্থানের সম্রাট ‘ বলে ঘোষণা করা হয় ?
উত্তর : মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ।
৯. জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর ।
১০. ১৮৫৭ – র বিদ্রোহকে কারা ‘সিপাহি বিদ্রোহ ‘ বলেছেন ?
উত্তর : জন কে , রাজনারায়ণ বসু প্রমুখ ।
১১. ‘হিন্দুমেলা’ প্রথমে কী নামে পরিচিত ছিল ?
উত্তর : হিন্দুমেলা চৈত্রসংক্রান্তির দিনে শুরু হয় বলে প্রথমে নাম ছিল চৈত্রমেলা ।
১২. কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত ?
উত্তর : কবি ঈশ্বর গুপ্তকে স্বাধীনতার অগ্রদূত বলা হয় ।
১৩. অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : শিশিরকুমার ঘোষ ।
১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো দুর্গেশনন্দিনী ।
১৫. ভারতে কবে কোম্পানির শাসনের অবসান ঘটে ?
উত্তর : ১৮৫৮ সালের ২ আগস্ট ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে ।
১৬. কানপুরে সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
উত্তর : কানপুরে সিপাহি বিদ্রোহে নানা সাহেব নেতৃত্ব দেন ।
১৭. কোন আইনের বলে কোম্পানির শাসনের অবসান ঘটে ?
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের ‘ ভারত শাসন ’ আইনের দ্বারা ।
১৮. ঊনবিংশ শতাব্দীকে কে সভাসমিতির যুগ বলেছেন ?
উত্তর : ঐতিহাসিক অনিল শীল ।
১৯. ইলবার্ট বিল কে রচনা করেন ?
উত্তর : লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট ।
২০. ‘বন্দেমাতরম ’ সংগীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল ?
উত্তর : বঙ্কিমচন্দ্রের ‘ আনন্দমঠ ‘ উপন্যাস থেকে ।
বিশ্লেষণধর্মী ও বড় প্রশ্নোত্তর
১. অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ ভারতমাতা ’ ছবির তাৎপর্য ব্যাখ্যা করো ।
অথবা , অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভারতমাতা চিত্রের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদী ধারণার বিকাশ ঘটিয়েছেন ?
২. হিন্দুমেলার সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো।
অথবা , হিন্দুমেলা কেন জনপ্রিয়তা লাভ করতে পারেনি।
৩. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আলোচনা করো।
অথবা , মহারানির ঘোষণাপত্রে কী বলা হয়েছে?
অথবা , ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো ।
৪. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
৫. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো ।
৬. জাতীয় চেতনার প্রসার ঘটানোর জন্য হিন্দুমেলা কী ভূমিকা নিয়েছিল?
৭. ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামন্তশ্রেণির বিদ্রোহ বলা যায়?
৮. ‘আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
৯. মহারাণীর ঘােষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?
১০. ‘গোরা’ উপন্যাসটি.কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
১১. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
১২. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
►► উচ্চ মাধ্যমিক: ইতিহাস সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে মাধ্যমিক ইতিহাস ৪র্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post